তুফানগঞ্জ ১: দেওচড়াই হাইস্কুল থেকে KP কনস্টেবল নিয়োগের পরীক্ষায় চেকিং এর সময় উত্তরপত্র সমেত ধৃত দুইজন,সহযোগিতার অভিযোগে ধৃত একজন
সোমবার ধৃত তিনজনকে মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতে পেশ করলে বিচারক চার দিনের পুলিশে হেফাজত মঞ্জুর করেছে। পুলিশ জানিয়েছে ধুতরা হলেন দুই পরীক্ষার্থী দিনহাটার বাসিন্দা কর্ণধর বর্মন এবং আশরাফুল হক। তাদের সহযোগী পুন্ডিবাড়ীর বাসিন্দা পঙ্কজ সরকার। তিনজনকেই রবিবার দেওচড়াই হাই স্কুল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।।ধৃতদের কাছ থেকে উত্তরপত্র ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।