দুবরাজপুর: রজতজয়ন্তীতে দেশপ্রেমের জোয়ার! দুবরাজপুরে জ্বলন্ত সমিতির কালীপুজোয় দাপট ‘অপারেশন সিঁদুর’ থিমের
দুবরাজপুরের দাসপাড়ার জ্বলন্ত সমিতির কালীপুজো এ বছর ২৫ বছরে পা দিয়ে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। রজতজয়ন্তী উপলক্ষে সমিতি এনেছে অনন্য থিম ‘অপারেশন সিঁদুর’, যা ভারতীয় সেনাবাহিনীর সাহস, ত্যাগ এবং দেশের সুরক্ষায় তাদের ভূমিকা তুলে ধরছে। সিঁদুরের প্রতীকের মাধ্যমে নারীশক্তি ও মাতৃশক্তির সম্মান রক্ষার বার্তাও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সমিতির সম্পাদক অজয় দাস জানান, প্রতিবছরের মতো এ বছরও থিম পুজো করা হয়েছে এবং অনুষ্ঠানে শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র দেন।