SIR প্রক্রিয়ায় ডবল ভোটার সিপটিং ভোটার ও মৃত ভোটারদের নাম বাতিল করার জন্য ৭নম্বর ফর্ম জমা না নেওয়ার দাবিতে বিজেপি জেলার বিভিন্ন BDO অফিসে যখন অবস্হান বিক্ষোভ দেখাচ্ছে ঠিক সেই সময় অন্য ছবি দেখা গেল শুক্রবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামার বিডিও অফিসে।এদিন ব্লকের মুসলিম অধ্যুষিত নতুনডি ও রাগেরডি গ্রামের মানুষজন অভিযোগ করেন তারা যোগ্য ভোটার হয়েও তাদের SIRপ্রক্রিয়ার শুনানিতে হয়রানি করার জন্য ডাকা হচ্ছে।