জাতীয় সড়কের পালোয়ান বাবা মাজারের কাছে পথদুর্ঘটনায় মৃত টোটো চালকের মৃতদেহ শেষকৃত্যের জন্য এলো তেজহাটি গ্রামে। রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পরে আর সোমবার বিকেল তিনটা নাগাদ তেজহাটি গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন শেখের মৃতদেহ শেষকৃত্যের জন্য এসে পৌঁছায় তার বাড়িতে। গতকাল দুপুরে নলহাটি থানার অন্তর্গত ১৪ নম্বর জাতীয় সড়কে পালোয়ান বাবার মাজারের কাছে একটি পেঁয়াজ বোঝায় লরির সঙ্গে ১টি টোটোর সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ।