ফাঁসিদেওয়া: পাচারের আগে মাদাতি টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার মহিষ, গ্রেফতার ১
গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল বিধান নগর মাদাতি টোল প্লাজার কাছে অভিযান চালায় বিধান নগর তদন্ত কেন্দ্রের পুলিশ। একটি কন্টেইনার ট্রাক থেকে উঠার হয় ২৪ টি মহিষ। ঘটনায় গ্রেপ্তার ট্রাক চালক।