তুফানগঞ্জ ২: জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য হরিপুর বনদেরকুটি এলাকায়
ঘটনাটি শুক্রবার সকালে তুফানগঞ্জ দুই ব্লকের বারো কোদালি 1 গ্রাম পঞ্চায়েতের হরিপুর বনদের কুটি এলাকার ঘটনা। খবর পেয়ে পুলিশ দেহটিকে উদ্ধার করেছে এবং দেহটিকে সনাক্ত করার চেষ্টা করছে। স্থানীয়রা জানান এদিন সকালে ওই জলাশয়টিতে দেহটিকে ভেসে থাকতে দেখেন তারা। কিন্তু দেহটি সেখানকার কোন ব্যক্তির নয় বলে জানিয়েছেন তারা। পরবর্তীতে পুলিশ দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।