রাজ্য শিশু কিশোর উৎসব ঘিরে জোর প্রস্তুতি দিনহাটায়। মঙ্গলবার দুপুর ১.৫০ মিনিট নাগাদ দেখা গেল দিনহাটা সংহতি ময়দানে রাজ্য শিশু কিশোর উৎসব ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে আগামী ২৪ শে ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বর পর্যন্ত চলবে রাজ্য শিশু কিশোর উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমি ও তথ্যসংস্কৃতি দপ্তরের উদ্যোগে ষোড়স বর্ষ এই শিশু কিশোর উৎসব অনু