চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী ৪ র অধীনে ১. ৮ কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার দুপুর বারোটা নাগাদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী চৌধুরিহাট গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলের হাট বাজার থেকে কলোনী জয়নাল সেখের বাড়ী ভায়া মাইসুদ্দিন ব্যাপারী বাড়ী, বীরেন মোদকের বাড়ী পর্যন্ত কংক্রিটের রাস্তা নিমাণ কাজের সূচনা করেন। জানা