রতুয়া ২: পরমপুর উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে নিম্নমানের অভিযোগ তুলে আক্রান্ত হল প্রতিবাদী যুবক
বিদ্যালয়ের ভবন নির্মাণকে কেন্দ্র করে নিম্নমানের কাজের অভিযোগ গ্রামবাসীদের। আর এই অভিযোগ তুলতেই গ্রামবাসীদের উপর হামলা চালালো, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতিসহ তার দলবল। প্রতিবাদী এক যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। আর এই মারধরের পেছনে যুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামী বলেই অভিযোগ। ঘটনায় শোরগোল পড়েছে মালদার রতুয়া ২ ব্লকের পরানপুর উচ্চ বিদ্যালয় জুড়ে। ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে পঞ্চায়েত প্রধানের স্বামী সহ পরিচালন সমিতির সভাপতি ও তার ভাইয়ের বিরুদ্ধে।