তুফানগঞ্জ ১: দু লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, উত্তর ধলপল থেকে গ্রেপ্তার এক যুবক, তিন দিনের ট্রানজিট রিমান্ডে নিলো অরুনাচল পুলিশ
শুক্রবার ধৃতকে তুফানগঞ্জ দায়ের আদালতে পেশ করে তিন দিনের ট্রানজিট রিমান্ডে নেয় অরুণাচলের বারাসা থানার পুলিশ। ধৃতের নাম বুলবুল মিয়া। তার বিরুদ্ধে গত ২২ শে নভেম্বর একটি ঠিকাদারি সংস্থা অরুণাচলের বারাসা থানায় দু লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় অরুণাচলের বারাসা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।