ইংরেজবাজার: মুখ্যমন্ত্রী মুখে যেটা বলেন তার বিপরীত করেন ওয়াকাফ সংশোধনী আইনের সমর্থন প্রসঙ্গে পুরাটুলিতে বললেন বিজেপি নেতা
আইন যখন হয়েছে সকলকে মানতে হবে। প্রথমে সংখ্যালঘুদের খেপানোর জন্য মুখ্যমন্ত্রী আমি যতদিন থাকব ওয়াকাফ আইন পশ্চিমবঙ্গে হতে দেব না এসব নানা রকম কথা বলেছিলেন। এখন সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী মুখে যেটা বলেন সেটা বিপরীত করেন। মুখ্যমন্ত্রী আগে ওয়াকাফ সংশোধনী আইনের বিরোধিতা করেছিলেন এখন সমর্থন করছেন। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে বুধবার সকাল ১১ টা নাগাদ পুড়াটুলি বিজেপি কার্যালয়ে বললেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলী।