ইটাহার: বড়সড় ডাকাতির ছক বাঞ্চাল, গোঠলু এলাকা থেকে ইটাহার থানার পুলিশের জালে ডাকাত দলের বিহার সহ ইটাহার ও রায়গঞ্জের ৪ দুষ্কৃতী
বড় সড় ডাকাতির ছক বাঞ্চাল কান্ডে ফের ইটাহারের পুলিশ। ইটাহারের গোঠলু এলাকা থেকে গ্রেপ্তার ডাকাত দলের চার সদস্য। বৃহস্পতিবার পুলিশ ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে। ধৃতদের মধ্যে মনোয়ার আলম এর বাড়ি বিহারের আবাদপুর থানার সোহের এলাকায়। পাশাপাশি কৃষ্ণ বর্মন ও হাসিবুর আলির বাড়ি ইটাহারের অভিনগর ও বালিজোল গ্রামে এবং বিশ্বজিৎ দাসের বাড়ি রায়গঞ্জের দেবিনগর এলাকায়। পুলিশ সূত্রে জানাযায়, এই ৪ দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে বুধবার রাতে ইটাহারের গোঠলু এলাকায় জমায়েত হয়েছিল।