কোচবিহার মোয়ামারীতে রাস্তার কাজে সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহার ১ নং ব্লকের অন্তর্গত মহামারী গ্রাম পঞ্চায়েতের গাড্ডারপাড় এলাকায় রাস্তার কাজের সূচনা হলো। এই কাজের সূচনা করেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন। উল্লেখ্য কোচবিহার মোয়ামারীর অত্যন্ত নদীবেষ্টিত এই গাড্ডারপাড় এলাকায় রাস্তাটির দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের। অবশেষে কাজের সূচনা হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।