শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে এমন অভিযোগ সামনে এল হ্যামিলটনগঞ্জ রবীন্দ্রনগড় এলাকা থেকে। শুক্রবার বিকেল ৪টা নাগাদ স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় বর্তমানে এক চা বিক্রেতা রঞ্জিত সরকার তার শ্বসুর নাণ্টু দে সরকার কে পিতা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। রঞ্জিত সরকার কে প্রশ্ন করলে আমতা আমতা করে সে স্বীকার করে যে শ্বসুরকে বাবা বানিয়ে নাম তুলেছে।এলাকায় কান পাতলে শোনা যায় রঞ্জিত এলাকার বাসিন্দা না এই এলাকায় এসে এলাকার এক মেয়েকে বিয়ে করে।