আউশগ্রাম ২: আউশগ্রামের ভেদিয়ায় নয়নজুলি থেকে উদ্ধার হওয়া ব্যক্তির দেহ ময়নাতদন্ত করা হল
আউশগ্রামের ভেদিয়ায় রেল সেতুর নীচে নয়নজুলি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ মরদেহের ময়নাতদন্ত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে ওই ব্যক্তি নয়নজুলিতে পড়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।