পুরুলিয়ার গোসালা লেবের ক্রসিংয়ের অদূরে কালভার্টের নিচে বস্তাবন্দী কিছু রয়েছে। প্রাথমিকভাবে অনুমান পার্ক মৃতদেহ হতে পারে। কটনের স্থলে পুলিশ জিআরপি সহ রেলের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড়। প্রসঙ্গত বছর খানেক আগেই এই এলাকাতেই উদ্ধার হয়েছিল একটি মৃতদেহ কালভার্টের নিচ থেকে