মুর্শিদাবাদে বাবরি মসজিদের ঘোষণার পর নতুন দল জনতা উন্নয়ন পার্টির ঘোষণা করেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের গণ্ডি পেরিয়ে এবার নদীয়াতে পা রাখল জনতা উন্নয়ন পার্টি। নদীয়ায় প্রথম, কালীগঞ্জ বিধানসভার পলাশী মিরা বাজারে জনতা উন্নয়ন পার্টির দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক হুমায়ুন কবির। সোমবার পলাশী মীরা বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন করেই হুংকার দিলেন তৃণমূলকে। উপস্থিত ছিলেন কালীগঞ্জ বিধানসভার জেইউপির নেতা কর্মীরা।