রবিবার শীতলকুচি ব্লকের খালিশামারী অঞ্চলের অন্তর্গত চেঙেরখুটি এলাকায় পথশ্রী রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জানা যায় চেঙেরখুটি এলাকার আশরাফ আলীর বাড়ি থেকে নীউলি সেটাপ প্রাইমারি প্রাইমারি বিদ্যালয় পর্যন্ত 1800 মিটার কংক্রিটের রাস্তা এক কোটি দুই লক্ষ টাকা ব্যয় নির্মাণ হবে। কাজের শুভ উদ্বোধনের উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন পিতল কুচি কলেজ পরিচালন সমিতির সভাপতি তপন কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।