মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে নতুন এসডিও অফিসের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে সরেজমিনে এলেন জেলাশাসক নীতিন সিংঘানিয়া। রবিবার দুপুরে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে ছিলেন সামশেরগঞ্জে নতুন এসডিও অফিস তৈরির হবে। আর রবিবার জেলাশাসক নিজে এসে এসডিও অফিসের নির্মাণকাজের গতিপ্রকৃতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।