মানবাজার ১: জিতুজুড়ি ভোটরক্ষা শিবির পরিদর্শনে রাজ্যের সেচ মন্ত্রী রঞ্জন ভূঁইয়া
মানবাজার বিধানসভার ভোট রক্ষা শিবির পরিদর্শনে রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ জিতুজুড়িতে বিধানসভার তৃণমূল কংগ্রেসের এস আই আর কন্ট্রোল রুম পরিদর্শন করেন তিনি। খতিয়ে দেখেন এস আই আর সংক্রান্ত কাজের গতিবিধি। উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী টুডু,পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন,পুঞ্চা ও মানবাজার এক নম্বর ব্লকের ব্লক সভাপতিরা।