কোতুলপুর: কোতুলপুরে ভয়াবহ দুর্ঘটনা,নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একাধিক বিদ্যুতের খুঁটি ও গাছ ভেঙে নয়ানজুলিতে পড়ে গাড়ি
বাঁকুড়ার কোতুলপুরে ভয়াবহ দুর্ঘটনা,নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একাধিক বিদ্যুতের খুঁটি ও গাছ ভেঙে নয়ানজুলিতে পড়ে একটি আর্টিগা গাড়ি। ঘটনাটি ঘটে রামচক মোড়ের কাছে স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে চলা গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে খুঁটি ও গাছে, পরে নয়ানজুলিতে গিয়ে পড়ে প্রায় ১৫ ফুট দূরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে গাড়িতে কেউ ছিল না। ধারণা করা হচ্ছে, চালক ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যায়। কোতুলপুর থানার পুলিশ গাড়িটি আটক করে