উন্নয়নের পাঁচালির প্রচার ঘিরে শনিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ সড়গরম হয়ে উঠলো আউশগ্রামের ভাল্কি পঞ্চায়েত এলাকা। সেখানকার একাধিক গ্রামে গিয়ে এদিন জোরদার প্রচার চালালেন দলীয় পদাধিকারীরা। উল্লেখ্য, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে সম্প্রতি ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পাঁচালির ব্রতকথা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে বিধানসভার দলীয় কো-অর্ডিনেটর কাকলি গুপ্তা তা-এর নেতৃত্বে এদিন প্রচার চালানো হয়।