কোনো কারণ ছাড়াই রানাঘাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডের 73 জন বাসিন্দাকে BLRO এর নোটিস,প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। সূত্রের খবর, গত 3 তারিখ রানাঘাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডের 73 জনকে হঠাৎই BLRO দপ্তর থেকে নোটিস দেওয়া হয়। অভিযোগ, জল প্রকল্পে নো অপজেকসন এর নামে এই নোটিস দেওয়া হয়। যাতে কি কারণে সেই নোটিস সেই বিষয়ে কোনই স্পষ্ট কিছু লেখা ছিলনা। অভিযোগ, বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানালে তিনিও বিষয়টি নিয়ে কিছু জানাতে পারেননি।