এস আই আর এর শুনানিতে নির্দিষ্ট তথ্য কাগজে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে নোটিশ করেছিল নির্বাচন কমিশন। মেদিনীপুরের সেই শুনানি কেন্দ্রে বিকল্প দিন যে আবেদন করেছেন তিনি। শনিবার ছিল তার শুনানির দিন। তার আগেই বিকল্প দিন চেয়ে আবেদন যথাস্থানে করা হয়েছে বলে জানিয়েছেন তার এলাকার বুথের বিএলও।