নারায়ণগড়: মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নবম দ্বিতীয় বর্ষের খড়গপুর মহকুমা সম্মেলন হল বেলদাতে!
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নবম দ্বিতীয় বর্ষের খড়গপুর মহকুমা সম্মেলন হল বেলদাতে। রবিবার বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে এই সম্মেলন সংগঠিত হয়েছে। অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারকে টেট সমস্যার সমাধান, জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগ-সহ একাধিক দাবি তোলা হয় এদিন। উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমার মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক নীলকান্ত ঘোষ।