দিনহাটা ২: রাসমেলা মাঠে মমতা ব্যানার্জির এর সভা কে সফল করতে কুর্শাহাট বাজারে তৃণমূলের মিছিল
রাসমেলা মাঠে মমতা ব্যানার্জির এর সভা কে সফল করতে কুর্শাহাট বাজারে তৃণমূলের মিছিল। সোমবার বিকেল ৫টা ৩০মিনিট নাগাদ এই মিছিল আয়োজিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের শুকারুরকুঠি অঞ্চল সভাপতি সেকেন্দার আলী সহ অন্যান্য নেতৃত্ব। জানা গেছে আগামী ৯ডিসেম্বর কোচবিহার রাসমেলা মাঠে মমতা ব্যানার্জির জনসভা রয়েছে, সেই জনসভা কে সফল করতে এই মিছিল বলে জানা যায়।