বালুরঘাট: বালুরঘাটে জেলা প্রেস ক্লাব ভবনে প্রয়াত সাংবাদিক বিনয় আগরওয়ালার স্মরণ সভা অনুষ্ঠিত হল, উপস্থিত সুকান্ত মজুমদার
দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সদস্য তথা কার্যকরী কমিটির মেম্বার সাংবাদিক বিনয় আগরওয়ালার প্রয়াত হয়েছেন গত ১৫ জুন। তাঁর অকাল প্রয়াণে রবিবার দুপুরে বালুরঘাট জেলা প্রেস ক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়। জেলা প্রেস ক্লাবের উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়৷ এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতি মন্ত্রী তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, জেলা প্রেস ক্লাবের সম্পাদক পবিত্র মহন্ত, সভাপতি প্রদীপ পাল সহ অন্যান্য সাংবাদিকরা।