দলের নির্দেশিকা কে মান্যতা দিয়ে পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ রবীন্দ্রনাথ ঘোষের, জানালেন তৃণমূলের মুখপাত্র। উল্লেখ্য শনিবার দীর্ঘ জল্পনার পর অবশেষে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন রবীন্দ্রনাথ ঘোষ। ইতিমধ্যে তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন সদর মহকুমা শাসক দপ্তরে। অভিষেক ব্যানার্জির কোচবিহার সফরের পূর্বেই রবীন্দ্রনাথ ঘোষের এই পদত্যাগ প্রসঙ্গে এ দিন কোচবিহারে কি জানিয়েছে তৃণমূল রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় শুনে নেব বিস্তারিত।