বেপরোয়া গতিতে বাইক নিয়ে যাওয়ার পথে কালনা কাটোয়া STKK সড়কে পারুলডাঙ্গার কাছে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় মৃত ১ আহত ২। এদিন বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিধান বিশ্বাস তার বাড়ি মানিকনগর এলাকায়। বাকি আহতরা হলেন শান্ত মল্লিক এবং বিল্টু মন্ডল তাদের বাড়ি খরিনান এলাকায়। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে মোটরবাইকে থাকা অতিরিক্ত গতি থাকায় এই ঘটনা।