পূর্ব বর্ধমান জেলার গলসির পুরসা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে কাটআউটের দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুর ১টায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ধমান থেকে দুর্গাপুর মুখী রাস্তায় পুরসা গ্রামে ঢোকার মুখে কোনও কাটআউট থাকছে না। ফলে গ্রামে প্রবেশ করতে হলে প্রায় ৩কিমি আগে সাইড লেন ধরে আসতে হবে। ঠিক তেমনি বর্ধমান মুখে বেরোতে হলেও গাড়িগুলিকে এতোটাই সাইড লেন ব্যাবহার করতে হবে। স্থানীয়দের দাবি,এতে শুধু সময় নষ্ট