বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচির একটি মিছিল করলো CPIM শেরগ্রাম ও কুশিপুর গ্রামে। আজ বুধবার বেলা ১১টা নাগাদ নলহাটি থানার অন্তর্গত নলহাটি ১ ব্লকের শেরগ্রাম ও কুশিপুর গ্রামে করা হয় CPIM - র বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচির মিছিল, এই মিছিল শেরগ্রাম ও কুশিপুর গ্রামের বিভিন্ন বুথ এলাকা ঘুরে দুপুর ১ টা নাগাদ শেষ হয়। আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে CPIM- র নলহাটি এরিয়া কমিটির পক্ষ থেকে নলহাটির বিভিন্ন গ্রামে করা হচ্ছে এই বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি মিছিল।