নলহাটি ১: কোরনা কালে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন গুলি পুনরায় চালু করার দাবি সহ একাধিক দাবিতে নলহাটি স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন
কোরনা কালে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন গুলি পুনরায় চালু করার দাবি সহ একাধিক দাবিতে নলহাটি রেলওয়ে স্টেশন ম্যানেজার কে ডেপুটেশন দিল নলহাটি ব্যবসায়ী সমিতি। আজ বুধবার বেলা ১২:৩০টা নাগাদ নলহাটি ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা নলহাটি রেল স্টেশনে স্টেশন ম্যানেজারের দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন দাবি নিয়ে দিলেন একটি ডেপুটেশন। নলহাটি ব্যবসায়ী সমিতির সম্পাদক সৌমেন ঘোষ জানিয়েছেন করোনা কালে বন্ধ হয়ে গেছে সেগুলোকে পুনরায় চালু করার দাবি সহ একাধিক দাবিতে ডেপুটেশন।