বিভিন্ন প্রান্তের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী মানুষ জনদের প্রয়োজনীয় সামগ্রী আবেদন জানিয়েছিল ব্লক প্রশাসনের কাছে। সেই আবেদন মত রতুয়ার ব্লক প্রশাসন উদ্যোগ গ্রহণ করে বেশ কয়েকজন মানুষজনদের প্রয়োজনীয় ট্রাই সাইকেল সহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হলো। ব্লক বিডিও সুব্রত বাউল সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও লোক প্রশাসনের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই সমস্ত সামগ্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদের তুলে দেওয়া হয়।