*রাজ্যজুড়ে সাফাই অভিযান: ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের যৌথ উদ্যোগ* শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ভগবানগোলা, মুর্শিদাবাদঃ রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের নির্দেশে চলা সাফাই অভিযান আজ নতুন গতি পেল ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগপ্রতিরোধের বার্তা আরও বিস্তৃত করতে সকালে হাসপাতালে উপস্থিত হন ভগবানগোলা যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় বেপারী। তার সঙ্গে উপস্থিত ছিলেন কানাপুকুর হাসপাতালের BMOH ডা.