গোলেনাওহাটি শিববাড়ি এলাকায় জমি বিভাজন সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে অশনি বর্মন (৫০) নামে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে পরিবারের তরফে। রবিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দিয়ে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায় ময়না তদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।