প্রাচীচেতা মহা উৎসবে মহিলাদের সোনার গলার হার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারে। প্রায় সাত থেকে আটজন মহিলার গলার হার চুরি হয়েছে বলে অভিযোগ। রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রাচীচেতা মহা উৎসব আয়োজিত হয়। এদিন সকালে উৎসব উপলক্ষ্যে দূরদূরান্ত থেকে বিপুল সংখ্যক ভক্তরা ভিড় জমিয়েছিলেন। পূজা-অর্চনা ও উৎসবের বিভিন্ন আয়োজন চলাকালীনই মহিলাদের গলার হার চুরি যাওয়ার অভিযোগ সামনে আসে। জানা যায়, আনুমানিক সাত থেকে আট জন