গোপীবল্লভপুর ১: জয় জোহার মেলার দ্বিতীয় দিনে ছাতিনাশোল তরুন সংঘের মাঠে হল মহিলা ফুটবল টুর্নামেন্ট ও কলসি দৌড় প্রতিযোগিতা উপস্থিত বিডিও
গোপীবল্লভপুর ১ ব্লকের জয়জোহার মেলার দ্বিতীয় দিনে হল আদিবাসী মহিলাদের কলসী দৌড় প্রতিযোগিতা এবং মহিলা ফুটবল টুর্নামেন্ট। এদিনের কলসী দৌড় প্রতিযোগিতায় মাথায় জল ভর্তি কলসী নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন প্রচুর আদিবাসী মহিলা। প্রতিযোগিতা শেষে প্রথম হন দানগি টুডু, দ্বিতীয় হন রাইমনী মুরমূ, তৃতীয় গুরবারী মুর্মু। পাশাপাশি ছাতিনাশোল তরুণ সংঘের মাঠে শুরু হয়েছে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করেছে।উপস্থিত বিডিও