কালনা ২: বৈদ্যপুর রথ তলার কাছে গাড়ি চালকের গলায় হঠাৎই ছুরির কোপ বাইক আরোহীদের! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর রথ তলার কাছে শুক্রবার দুপুরে চারচাকা গাড়ির সাথে বাইক আরহীদের ধাক্কা, এরপর বাইক আরহীদের সাথে বচসার পর বাইক আরোহীদের মধ্যে একজন ওই গাড়ির চালককে হঠাৎ ছুরি বার করে গলায় চালিয়ে দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে আহত ওই যুবকের নাম তাপস হেমরম। তার বাড়ি সোমরা বাগগাছিয়া এলাকায়। পরিবারের লোকজনদের নিয়ে জামনা এলাকায় একটি আত্মীয় বাড়িতে যাবার পথে শুক্রবার দুপুরে বৈদ্যপুর রথ তলার কাছে আচমটাই এই ঘটনা।