বর্ধমান ১: CITU এর নেতৃত্বে টোটো চালকদের সঙ্গে নিয়ে বর্ধমান স্টেশন চত্বর থেকে প্রতিবাদ মিছিল বের হল
বৃহস্পতিবার দুপুর দুটোয় সিআইটিইউ এর নেতৃত্বে প্রায় দুশো জন টোটো চালককে সঙ্গে নিয়ে বর্ধমান স্টেশন চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয় যা কোট চত্বর আরটিও অফিসে এসে শেষ হয় মিছিলটি। মূলত বর্ধমান শহরে টোটো রেজিস্ট্রেশনের নামে যে অর্থ নেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে। আগের নেওয়া টাকা ফেরত দিতে হবে এবং টোটো চালকদের উপর চলতে থাকা লাগাতার পুলিশি জুলুমবাজির বিরুদ্ধেই এদিনের এই প্রতিবাদ মিছিল।