মানিকতলায় টোটো মোটর বাইক সংঘর্ষে গুরুতর আহত তিন ব্যক্তি। সুত্রের খবর, বড়দিনের বিকেলে আনুমানিক 3 টে নাগাদ বীরণগর আড়ংঘাটা রাজ্য সড়কে একটি বাইকে দুই আরোহী যাওয়ার সময় মানিকতলা এলাকায় একটি যাত্রীবাহী টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় গুরুতর জখম হন 2 বাইক আরোহী ও 1 টোটো চালক। পরে তাদের আড়ংঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ টোটো ও বাইক আটক করেছে পুলিশ। অতিরিক্ত গতির জন্যই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। এদিন স্থানীয় মানুষজন আমাদের জানান.......