নলহাটি ২: ব্লকের M.S.M.E শিবিরে শেষ দিনে উপস্থিত বিডিও, জয়েন্ট বিডিও ও অন্যান্য আধিকারিকরা
শেষ হলো নলহাটি দুই নম্বর ব্লকের লালন সংস্কৃতি মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের ছোট, ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে শিল্পের সমাধানে M.S.M.E শিবির।এক ছাতার তলে নিয়ে আসার লক্ষে এই শিবির অনুষ্ঠিত হয় পাঁচ দিন ধরে। এই শিবিরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ঋণ প্রদান, ব্যবসায়িক লোন, বস্ত্রশিল্পী ও তাঁত শিল্পীদের জন্য ক্রেডিট কার্ড, উদ্যম পোর্টালে নিবন্ধীকরণ ইত্যাদি।