শীতলকুচি: শীতলকুচির বড় ধাপেরচাত্রা এলাকার পথ দুর্ঘটনায় নিহত বিএলওর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন কোচবিহার জেলার সাংসদ
রবিবার শীতলকুচি ব্লকের গোসাইরহাট অঞ্চলের অন্তর্গত বড় ধাপের চাত্রা এলাকার পথ দুর্ঘটনায় নিহত বিএলও ললিত অধিকারীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের পাশে থাকার বার্তা দেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ।এদিন তিনি ললিত অধিকারীর স্ত্রীর সাথে দেখা করেন। ললিত অধিকারীর স্ত্রী তার বড় ছেলের চাকরির দাবি করেন সেই দাবীর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তিনি।