রাজ্য সরকারের সার্বিক কাজের খতিয়ান তুলে ধরে রতুয়া জুড়ে পদযাত্রা করল তৃণমূলের নেতৃত্বরা। নেতৃত্বে ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি সহ দলীয় নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিরা। গত ১৫ বছরে রাজ্য সরকার যে সার্বিক উন্নয়ন করেছে সেই তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং সকল প্রান্তের মানুষকে সরকারের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে এই ধরনের পদযাত্রা করা হয়। গ্রামের মহিলাদের সাথে নিয়ে এই পদযাত্রা গোটা এলাকা পরিক্রমা করে এবং সরকারি কাজের খতিয়ান তুলে ধরেন।