হাড়োয়া: আগাম নোটিশ ছাড়া হাড়োয়া রোড রেল ষ্টেশনে দুটি দোকান উচ্ছেদ, ঘটনায় উত্তেজনা
আগাম নোটিশ ছাড়া প্লাটফর্ম -এর পাশে দুটি দোকান ভাঙার প্রতিবাদে উত্তেজনা, স্টেশন মাস্টার এবং দেগঙ্গা থানায় ডেপুটেশন পঞ্চায়েত প্রধান সহ হকারদের। ঘটনাটি বারাসত -হাসনাবাদ রেল শাখার হাড়োয়া রোড ষ্টেশনের। শুক্রবার রাত নটা নাগাদ হাদিপুর -ঝিকড়া ১ পঞ্চায়েত প্রধান কামরুজ্জামান জানান,গত কয়েকমাস আগে দেগঙ্গার বিডিও,আই সি,রেল পুলিশের আধিকারিক এবং পঞ্চায়েত প্রধানের নিয়ে বিডিও অফিসে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ষ্টেশনে হকার উচ্ছেদ করতে হলে পঞ্চায়েত প্রধানকে