কেতুগ্রাম থানার রাজূগ্রামে বিষ খেয়ে আত্মঘাতী যুবক। মৃতের নাম রাহুল মেটে (২৬) মৃতের পরিবার সূত্রে জানা গেছে পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল আর তার সঙ্গেই কিছু ঘটে যার কারনে সে গত সোমবার বিষ পান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেরে পরিবারের লোকজন তাকে প্রথম সিয়ান হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে গতকাল রাতে তার মৃত্যু হয়।