হাবরা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের লোকনাথ সরণী এলাকায় একটি মাছের ভেরির সামনে সেই সীমানায় যাতে কেউ ময়লা আবর্জনা না ফেলে তাই গালিগালাজ লিখে একটি পোস্টার টানানো হয়েছে মালিকপক্ষের থেকে যা দেখে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে, পরবর্তীতে হাবরা পৌরসভার চেয়ারম্যান ঘটনার খবর পেয়ে পৌর কর্মীদের পাঠিয়ে সেই পোস্টটার খুলে ফেলে পৌরসভার পক্ষ থেকে পোস্টার লাগিয়ে দেওয়া হয়।