বহরমপুর: তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের ফলেই এই খুন, তৃণমূল কর্মী খুনের ঘটনায় বিস্ফোরক বহরমপুরের বিজেপি বিধায়ক
গতকাল রাত্রে খুন হয়েছে তৃণমূল কর্মী হায়াতুল্লাহ শেখ তৃণমূল কর্মীর খুনের পরেই জেলা জুড়ে চড়ছে রাজনৈতিক পারদ। তৃণমূলের দাবি কংগ্রেসের ষড়যন্ত্রের ফলেই এই খুন, যদিও কংগ্রেস এই দাবি মানতে নারাজ, এ নিয়ে রাজনৈতিক জুজুধান। এই বিষয়ে এবার মুখ খুললেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। তার স্পষ্ট দাবি তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের ফলে এই খুনের ঘটনা, তিনি পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করার অনুরোধ জানিয়েছেন।