শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী এর ওপর হামলা, প্রতিবাদে ফুলিয়ায় 12 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। সূত্রের খবর, শান্তিপুর ব্লকের আরবান্দি 2 পঞ্চায়েত এলাকায় সরকারি টাকায় রাস্তা ও পার্ক তৈরির কাজ নিয়ে আর্থিক দুর্নীতি হচ্ছে বলে বৃহস্পতিবার তার প্রতিবাদ জানান শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী। অভিযোগ, সেই প্রতিবাদ করা কালিনই স্থানীয় এক তৃণমূল নেতা ও তার অনুগামীরা তার ওপর হামলা চালায় ও তাকে মারধর করে।