নলহাটি ২: নগরা গ্রামে তৃণমূলের আয়োজিত SIR ফর্ম পূরণের সহায়তা শিবিরে উপচে পড়া ভিড় গ্রামবাসীদের
পনেরো ই নভেম্বর শনিবার নলহাটি দুই নম্বর ব্লকের নগরা সহ আরো অনান্য গ্রামে আয়োজিত হয় তৃণমূলের ভোটাধিকার রক্ষার্থে SIR ফর্ম পূরণের সহায়তা শিবির।নগরা গ্রামে যুব ও এলাকার তৃণমূল নেতৃত্বদের উদ্দ্যোগে এই SIR ফর্ম পূরণের বিশেষ শিবিরের আয়োজন করা হয়।বহু মানুষ ভীড় জমান এই শিবিরে। এছাড়াও বিভিন্ন গ্রামে ব্লক নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্বরা উপস্থিত ছিলেন।এবিষয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তৃণমূলের যুব সভাপতি নুর হাবিব মোল্লা কি বললেন শুনুন।