পাড়া: পাড়া থানার অন্তর্গত ঝাপড়া হাই স্কুল সংলগ্ন রাস্তায় বাইক থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যাক্তির
Para, Purulia | Nov 28, 2025 পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের পাড়া থানার অন্তর্গত ঝাপড়া হাই স্কুল সংলগ্ন রাস্তায় শুক্রবার বেলা এগারোটা নাগাদ বাইক থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম রথু মাহাতো বয়েস ৩৫ বাড়ি আড়ষা থানার পাথরডি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুটি বাইকে করে চার জন মিলে পুরুলিয়ার দিক থেকে আসছিল সেই সময় একটি চার চাকা গাড়িকে পাশ